ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

ধানমন্ডি ৩২-এ বিনামূল্যে গরুর মাংস

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৮:৫৬:০৫
ধানমন্ডি ৩২-এ বিনামূল্যে গরুর মাংস

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমণ্ডি-৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে একটি গরু এনেছেন উৎসুক জনতা। তারা জানিয়েছেন, গরু জবাই করে সেখানে ভূরিভোজ করা হবে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ধানমণ্ডি-৩২-এ একটি গরু আনতে দেখা যায়। এ সময় শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন উপস্থিত জনগণ।

গরুটি মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে কিনে আনা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকদের একজন। বিকেলেই ধানমণ্ডি ৩২-এ গরুটি জবাই করা হবে বলে জানিয়েছেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি। এ ঘটনায় উচ্ছ্বসিত হয়ে ছাত্র-জনতা বিনামূল্যে গরুর মাংস খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে গরু জবাই করা হয়েছে।

সেখানে উপস্থিত একজন বলেন, গত ১৬ বছরে মানুষের মনে আনন্দ ছিল না। গুম, হত্যা, নির্যাতনের কারণে মানুষ ছিল ভীত সন্ত্রস্ত। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার মাধ্যমে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। সেই আনন্দে এই ভোজের আয়োজন করা হয়েছে।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে