ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ভারতে নীল ছবির শুটিংস্পট থেকে বাংলাদেশি নারী গ্রেপ্তার

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ২১:৪৫:৩৮
ভারতে নীল ছবির শুটিংস্পট থেকে বাংলাদেশি নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভারতের গুয়াহাটির সুপার মার্কেট এলাকার একটি হোটেলে নীল ছবির শুটিং স্পট থেকে পুলিশ বাংলাদেশি এক নারীসহ দুই পুরুষকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে শফিকুল ও জাহাঙ্গীর, যারা দুজনেই আসামের বাসিন্দা। তাদের সঙ্গে ২২ বছর বয়সী বাংলাদেশি নারী মীন আখতারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হোটেলে রুম বুক করে সেখানে অশ্লীল ভিডিও শুটিং করার পরিকল্পনা করছিল। তাদের সম্পর্কে আগে থেকেই সন্দেহ ছিল এবং এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছিল।

এনডিটিভি জানিয়েছে, মীন আখতার বাংলাদেশ সীমান্তের মাধ্যমে ভারতে প্রবেশ করেন, যদিও তিনি বৈধ ভিসা বা পাসপোর্ট না নিয়ে আসামে আসেন। চাকরির অজুহাতে তিনি ভারতে প্রবেশ করেছিলেন, তবে অবৈধভাবে প্রবেশের কথা তদন্তে বেরিয়ে আসে।

পুলিশ আরও জানায়, এই গ্রেপ্তারির পর তারা বড় অপরাধী নেটওয়ার্কের সঙ্গে সংযোগের সম্ভাবনা অনুসন্ধান করছে এবং ধারণা করছে, মীন আখতার হয়তো একটি বৃহত্তর অপরাধমূলক চক্রের অংশ ছিলেন, যা পূর্বে অন্য জায়গায়ও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড সম্পাদন করে আসছিল।

এখন পর্যন্ত পুলিশ এ ঘটনায় জড়িত অন্য কোনো অপরাধী বা চক্রের তথ্য পায়নি, তবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, সমাজে অশ্লীলতার বিস্তার রোধে এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

গুয়াহাটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাগ্রহণ করবে এবং অন্য অঞ্চলে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে সহায়তা করবে।

এ ঘটনার আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর জাল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে ভারতে এক বাংলাদেশি নীল ছবির অভিনেত্রী রিয়া বার্দেকেও গ্রেপ্তার করা হয়। তিনি ভারতে স্থায়ীভাবে থাকার জন্য জাল পাসপোর্ট তৈরি করেছিলেন।

তদন্তে জানা যায়, রিয়া ও তার তিন সহযোগী উল্লাসনগরে জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ অভিযান চালাচ্ছে।

মারুফ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে