ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৯:২১:০৫
পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে পাচানো কয়েক বিলিয়ন ডলার উদ্ধার করতে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় অতিথি যমুনায় ঢাকায় কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকের সময় তিনি এ সহায়তা চান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে সংশ্লিষ্ট অভিজাত শ্রেণি ও রাজনৈতিক নেতারা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন, যার একটি অংশ কানাডার টরন্টো শহরের ‘বেগমপাড়া’ অঞ্চলে বিনিয়োগ করা হয়েছে।”

তিনি বলেন, জনগণের টাকা চুরি করে পাচারকারীরা সেখানে সম্পদ ক্রয় করেছে এবং এ সম্পদ পুনরুদ্ধারের জন্য কানাডার সহযোগিতা প্রয়োজন।

কানাডার হাইকমিশনার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে প্রশংসা করেন এবং সম্পদ পুনরুদ্ধারে সহায়তার প্রতিশ্রুতি দেন।

কানাডার সরকার চিহ্নিত ব্যক্তিদের থেকে অর্থ ফেরত আনার প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত জানান তিনি।

কানাডার হাইকমিশনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন জানান এবং বলেন, “আপনারা যে মহান কাজটি করছেন আমরা তাকে সমর্থন করি।”

তিনি কানাডা এবং বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, কানাডায় অনেক বাংলাদেশি বসবাস করছেন এবং সেখানে পড়াশুনা করছেন, এজন্য তিনি অটোয়ার ঢাকায় একটি ভিসা অফিস স্থাপনের প্রস্তাব দেন।

এ সময় এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে