ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ম্যাজিস্ট্রেট তাপসীর বিচার শুরু, কাঠগড়ায় ১৬ মিনিট

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৯:২৭:০৩
ম্যাজিস্ট্রেট তাপসীর বিচার শুরু, কাঠগড়ায় ১৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক: মানহানির অভিযোগে মামলায় সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত তার অব্যাহতির আবেদন নাকচ করে দেন।

আদালতে উপস্থিত হয়ে তাপসী ১৬ মিনিট কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। সকাল ১০:৩০ টায় আদালতে হাজির হন তাপসী। আদালতের ভেতরে বেঞ্চে বসে তিনি ফোন ব্যবহার ও কথা বলার মধ্যে সময় কাটান।

পরে ১১:২৩ মিনিটে বিচারক এজলাসে ওঠেন এবং তাপসীর মামলার অভিযোগ গঠন শুনানির আনুষ্ঠানিকতা শুরু হয়। তাপসী তখন কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।

বিচারক ১১:৪০ মিনিটে মামলার বিচার শুরুর নির্দেশ দেন, এরপর তাপসী মাথা নত করে আদালত থেকে চলে যান।

গত ৮ অক্টোবর শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে গণ অধিকার পরিষদের সদস্য আবু হানিফের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার আদালতে মানহানির মামলা দায়ের হয়।

পরে ২৮ নভেম্বর আদালত তাপসীকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। শুনানির পর আদালত তার জামিন নামঞ্জুর করে।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ অক্টোবর তাপসী ফেসবুকে সরকারের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করেছেন এবং সরকারের দায়িত্বশীল পদের বিরুদ্ধে কটূক্তি করেছেন। এই কারণে ৬ অক্টোবর তাকে সহকারী কমিশনার পদ থেকে ওএসডি করা হয় এবং ৭ অক্টোবর সাময়িক বরখাস্ত করা হয়।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে