ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ২১:২৯:১৬
উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কার্যকর সংস্কার এবং অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পাশাপাশি পাঁচটি দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।

আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

দলটির সাধারণ সম্পাদক জানান, আগামীকাল বুধবার ৬৪ জেলায় বিক্ষোভ সমাবেশ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।

সংবাদ সম্মেলনে রাশেদ খান লিখিত বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে ইতিমধ্যেই গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা সারা দেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল এবং গণসংযোগ শুরু করেছে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতা-নাগরিকদের উদ্দেশ্যে অভ্যুত্থান সরকারকে উৎখাত করতে দেশব্যাপী নাশকতা সৃষ্টির জন্য আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করছে।

দলের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘পুলিশের গাড়িতে আক্রমণ করে আসামি ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যখন বলছি গণহত্যাকারীদের বিচার করতে হবে, সেখানে এই সরকারকে সরাতে আওয়ামী লীগ হরতাল ঘোষণা করছে। আমরা মনে করি, সন্ত্রাসবিরোধী আইনে এখনো আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিচার করা যায়।’

উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়ে নুর বলেন, ‘সরকার গঠনের সময় কোথায় থেকে লিস্ট এসেছে, কীভাবে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তা রাজনৈতিক দলগুলো জানে না। তারপরেও দেশ ও জাতির স্বার্থের আমরা সরকারকে সমর্থন দিয়েছি। কিন্তু ছয় মাস অতিবাহিত হওয়ার পরেও এই সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কার্যক্রম দেখা যাচ্ছে না। মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলাপ করে অতি দ্রুত উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হোক।’

গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য নূরে এরশাদ সিদ্দিকী, আরিফ তালুকদার, ফাতেমা তাসনীম প্রমুখ।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে