ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

নিরাপত্তা বলয়ে ঘেরা রহস্যময় সম্পদ 'টিউলিপ’স টেরিটরি'

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৮:০২:১৫
নিরাপত্তা বলয়ে ঘেরা রহস্যময় সম্পদ 'টিউলিপ’স টেরিটরি'

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে শেখ রেহানা ও তাঁর পরিবারের নতুন একটি বাগানবাড়ির তথ্য ফাঁস হয়েছে, যা নামকরণ করা হয়েছে 'টিউলিপ’স টেরিটরি'। বাড়িটির মালিক শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক এবং তাঁর সন্তানরা। এই বাড়িটি গাজীপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে কানাইয়া এলাকায় অবস্থিত। এটি একটি বিশাল বাগানবাড়ি, যার মধ্যে একটি ডুপ্লেক্স বাড়ি, শানবাঁধানো ঘাট, পুকুর ও সুইমিংপুল রয়েছে। বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে এটি ভাঙচুরের শিকার হয়েছে এবং অনেক জায়গায় পোড়া চিহ্ন রয়েছে।

বাগানবাড়িটির জমির পরিমাণ ২৫ বিঘা (৮১৬ শতক) এবং এর মূল্য প্রায় ৪৯ কোটি টাকা হতে পারে। তবে স্থানীয়দের দাবি, বর্তমান বাজারমূল্যে এর দাম ১০০ কোটি টাকার কাছাকাছি। বাড়িটি সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা এবং সেখানে একটি কাঠের ফটক রয়েছে, যেটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। আগে সেখানে নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা ছিল, তবে বর্তমানে তা নেই।

এ ছাড়া, স্থানীয় ভূমি কার্যালয়ের নথিপত্র থেকে জানা যায় যে, এই বাড়ির মালিকানা শফিক আহমেদ সিদ্দিকের নামে নিবন্ধিত, তবে সীমানায় আরও জমি থাকতে পারে, যেটি এখনও নামজারি করা হয়নি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে, বাড়ির মালিক পরিবার থেকে কেউ সেখানে কখনও উপস্থিত হয়নি এবং বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

এছাড়া, অন্য দুটি বাগানবাড়ি গাজীপুরের ফাওকাল এলাকায় রয়েছে, যেগুলোর মালিক শেখ রেহানার দেবর মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। এসব বাগানবাড়ির সীমানা, জমির পরিমাণ এবং দাম নিয়ে বিতর্ক চলছে। কয়েকটি জমি কিনে নেওয়া হলেও সেগুলোর সম্পূর্ণ মূল্য পরিশোধ হয়নি বলে জানা যাচ্ছে।

এ ঘটনায় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনা ও তাঁর পরিবারের সম্পদ নিয়ে তদন্ত শুরু করেছে, এবং বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে