ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সাদপন্থীদের ইজতেমা নিয়ে বড় শর্ত

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৮:০৮:৪৫
সাদপন্থীদের ইজতেমা নিয়ে বড় শর্ত

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী ময়দানে তাবলিগ জামাতের সাদপন্থীদের বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে সরকার একটি শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছে। আগামী বছর থেকে তারা টঙ্গী ময়দানে আর ইজতেমা বা তাবলিগ কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তবে, ২০২৫ সালের ১৪-১৬ ফেব্রুয়ারি তাদের ইজতেমা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, সাদপন্থীরা ১৪-১৬ ফেব্রুয়ারি ইজতেমা করতে পারবে, এবং ১৮ ফেব্রুয়ারি তাদের ময়দানটি প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে।

এছাড়া, শুরায়ি নেজামের অনুসারী তাবলিগ জামাত ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া তাদের ইজতেমা ৫ ফেব্রুয়ারি শেষ করবে, পরে ময়দানটি ৬ ফেব্রুয়ারি প্রশাসনের কাছে হস্তান্তর করবে।

প্রথম পর্বের আখেরি মোনাজাত ৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায় হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার জানিয়েছেন, শনিবার ৯ ফেব্রুয়ারি টঙ্গী ইজতেমা মাঠ সাদপন্থীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

এ বছরের শেষ পর্বের ইজতেমার পর, আগামী বছর থেকে টঙ্গীতে আর সাদপন্থীদের ইজতেমা অনুষ্ঠিত হবে না, তাদের এই শর্ত মেনে চলতে হবে।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে