ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

সাবেক মন্ত্রীকে ধরতে যার বাসায় অভিযান চালাতে বললেন পিনাকী

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১১:৫১:৪৪
সাবেক মন্ত্রীকে ধরতে যার বাসায় অভিযান চালাতে বললেন পিনাকী

নিজস্ব প্রতিবেদক : পিনাকী ভট্টাচার্য, লেখক ও ব্লগার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেছেন যে, সাবেক মন্ত্রী আব্দুল মোমেন তার বোন ডা. শায়লা খাতুনের বাসায় লুকিয়ে রয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পিনাকী পুলিশকে আহ্বান জানিয়েছেন, যাতে তারা শায়লা খাতুনের বাসায় অভিযান চালিয়ে মোমেনকে গ্রেপ্তার করে।

পিনাকী তার পোস্টে বলেছেন, "অন্তত এই অভিযোগ সত্য কি না সেটা ভেরিফাই করে বিবৃতি দিন।" তিনি আরও উল্লেখ করেন যে, যদি পুলিশ অভিযানে না যায়, তাহলে জনগণ নিজেরাই অভিযান চালাবে এবং পুরো ঘটনাটি লাইভ দেখাবে। পিনাকী তার স্ট্যাটাসে সাফ জানিয়ে দেন, "চট্টগ্রামে ছোট করে দেখেছেন, এবার বড় পরিসরে দেখবেন।"

এছাড়া, পিনাকী আরও দাবি করেন যে, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মোবাইলের আইএমআই লোকেশন ঢাকার আশপাশে শনাক্ত হয়েছে। তিনি আরো দাবি করেন যে, তিনি একটি অডিও রেকর্ড পেয়ে গেছেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ রয়েছে।

এ ধরনের অভিযোগ এবং পিনাকীর পোস্ট রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে এবং এখন তা ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে