ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

শেয়ারবাজার  ইতিবাচক হলেও বেশিরভাগ কোম্পানির পতন

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৫:৪৬:০২
শেয়ারবাজার  ইতিবাচক হলেও বেশিরভাগ কোম্পানির পতন

নিজস্ব প্রতিবেদক: আগের দুই কর্মদিবস শেয়ারবাজারে সূচক কিছুটা ইতিবাচক ছিল। আজও মঙ্গলবার বাজার নামে মাত্র ইতিবাচক থাকলে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে তার চেয়ে বেশি প্রতিষ্ঠানের দাম কমেছে। তবে আজ আগের দিনের তুলনায়লেনদেনবেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৪৪৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৩১ কোটি ৩৩ লাখ টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৮৫টির ও পরিবর্তন হয়নি ৭৪টির।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৩ কোটি ৯৫ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৬ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮০টির, কমেছে ৮৩টির এবং পরিবর্তন হয়নি ৩৩টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০৬ পয়েন্টে। আগেরদিন সূচক বেড়ে ছিল ৩২ পয়েন্ট।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে