ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

‘আগেই ভালো ছিলাম’ — দেওয়ালে দেওয়ালে পোস্টার

২০২৫ ফেব্রুয়ারি ০১ ১৫:২৭:২২
‘আগেই ভালো ছিলাম’ — দেওয়ালে দেওয়ালে পোস্টার

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সদরের দেওয়ালে দেওয়ালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টার দেখা গেছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতে ‘বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স-গোপালগঞ্জ জেলা’ নামক একটি সংগঠন এ পোস্টার টানিয়েছে।

পোস্টারের শীর্ষে লেখা রয়েছে, ‘আগেই ভালো ছিলাম’। মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং নিচে লেখা, ‘শেখ হাসিনাতেই আস্থা’।

পোস্টারটি স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। ভ্যানচালক, পথচারীসহ বিভিন্ন পেশার মানুষ উৎসুকভাবে পোস্টার দেখছেন।

স্থানীয়রা জানান, কোটালীপাড়ায় এ ধরনের সংগঠন আগে দেখা যায়নি। নতুন এই সংগঠন সম্পর্কে বিস্তারিত জানতে উপজেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে