ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সৌদি, ওমান ও কাতার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১২:০৮:৩৯
সৌদি, ওমান ও কাতার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল সৌদি আরব, ওমান এবং কাতারের সরকারের সঙ্গে বৈঠকের পর ভালো খবর দিয়েছেন। তার এই সফরের উদ্দেশ্য ছিল শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবেলা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা।

আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে জানিয়েছেন যে সৌদি আরবে তার সফরের সময় মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, যেখানে সৌদি আরব বাংলাদেশিদের আকামাবিহীন অবস্থার বিষয়ে চাকরীদাতাদের দায়িত্ব আরও কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া, চাকরীর চুক্তি আগে থেকেই বাংলাদেশে পাঠানোর বিষয়টিও বিবেচনা করবে বলে জানিয়েছে তারা।

ওমান সরকারও সেখানকার সকল বাংলাদেশিদের বৈধ থাকার নিশ্চয়তা দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। কাতারও কিছু প্রতিশ্রুতি দিয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

আসিফ নজরুল আরও জানিয়েছেন, তিনি এ বিষয়ে নিয়মিত ফলো-আপ করবেন এবং বিমান ভাড়া নিয়ে কিছু অভিযোগ পেয়েছেন, সেগুলো সমাধানের জন্য বিমান কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন।

তিনি বলেন, সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের কাজের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেম দেখে তিনি সন্তুষ্ট।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে