ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ব্যবসা শুরু করলেন লিভ টুগেদারের স্বাগতা

২০২৫ জানুয়ারি ২৯ ১১:৩৪:৪৩
ব্যবসা শুরু করলেন লিভ টুগেদারের স্বাগতা

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী ও গায়িকা জিনাত সানু স্বাগতা সম্প্রতি লিভ টুগেদার নিয়ে মন্তব্য করার পর বিভিন্ন বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

তবে সমালোচনার মুখেও দমে যাননি। লিভ টুগেদার নিয়ে সরবই ছিলেন। এবার নতুন একটি ব্যবসায়িত্বে যুক্ত হয়েছেন।

অর্গানিক খাদ্যসামগ্রী নিয়ে তিনি একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছেন এবং তাঁর তৈরি অনলাইন শপের নামকরণ করেছেন ‘ট্রুগানিক বাই স্বাগতা’। ঢাকা বনানীতে অফিস প্রতিষ্ঠা করেছেন এবং এখান থেকে বিভিন্ন অর্গানিক পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছেন।

বর্তমানে তিনি চিনিগুঁড়া চাল, চিড়া এবং অন্যান্য খাদ্যপণ্য বিক্রি করছেন এবং ভবিষ্যতে সব ধরনের খাদ্যপণ্য সরবরাহ করার পরিকল্পনা করেছেন।

স্বাগতা জানিয়েছেন, ‘দেশে অনেকেই অর্গানিক খাদ্য হিসেবে ক্রেতাদের ধোঁকা দেন, কিন্তু আমি সে পথে যাব না। আমাদের একটি নিজস্ব ফার্ম রয়েছে, যেখানে ধান এবং অন্যান্য ফসল উৎপাদিত হয়। আমাদের গবাদিপশুর খামারও আছে। আমরা কেবল নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করব, তাই তৃতীয় পক্ষের সম্পৃক্ততা থাকবে না। ফলে এই পণ্যের দামও খুব কম রাখা সম্ভব।'

স্বাগতা ধীরে ধীরে দেশের বিভিন্ন জেলা শহরে আউটলেট খোলার ইচ্ছা প্রকাশ করেছেন।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে