ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

ঢাকায় যানজট কমাতে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের সুপারিশ

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১০:৪০:৪০
ঢাকায় যানজট কমাতে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে যানজট কমাতে এবং পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকরী করতে ব্যক্তিগত গাড়ি ব্যবহারে রাশ টানার পরামর্শ দিয়েছে সরকারের অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ-সংক্রান্ত টাস্কফোর্স। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, টাস্কফোর্স মাশুল ধার্য করার পাশাপাশি, গাড়ি কেনার ঋণ সহজ শর্তে না দেওয়ার প্রস্তাব দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাজধানীর যানজট নিয়ন্ত্রণের জন্য গাড়ি চলাচল নির্ধারণ করার পাশাপাশি, অবৈধ পার্কিংয়ের জন্য জরিমানা বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া, বিলাসবহুল গাড়ির কেনা ও রাইড শেয়ারিং সেবার ওপর নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়েছে।

গাড়ি ব্যবহারে এই নিয়ন্ত্রণের পাশাপাশি, নাগরিকদের জন্য বাস, ট্রেন ও অন্যান্য গণপরিবহন ব্যবস্থার উপর গুরুত্ব দিতে বলা হয়েছে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে উড়াল সড়ক নির্মাণ বন্ধের পরামর্শ দিয়ে, শহরের বাইরে উড়াল রেলপথ তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে।

এই প্রতিবেদনে ঢাকার উন্নয়নকে ‘জট লাগানো’ উন্নয়ন হিসেবে বর্ণনা করা হয়েছে এবং ভবিষ্যতে রাজধানী স্থানান্তরেরও সুপারিশ করা হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে