ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশিদের দুঃসংবাদ দিল ক্রোয়েশিয়া

২০২৫ জানুয়ারি ২৭ ১৭:৩১:১৯
বাংলাদেশিদের দুঃসংবাদ দিল ক্রোয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক : ক্রোয়েশিয়ার কাজের অনুমতিপত্র নিয়ে সেনজেনভুক্ত অন্যান্য দেশে অবৈধভাবে কাজ করার ঘটনা নিয়ে একটি বড় দুঃসংবাদ এসেছে বাংলাদেশের জন্য। রিক্রুটিং এজেন্সি ও কিছু বাংলাদেশি কর্মীর অপতৎপরতার কারণে ক্রোয়েশিয়া সরকার বাংলাদেশিদের জন্য কাজের অনুমতিপত্র ও ভিসা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাংলাদেশের প্রবাসী কর্মসংস্থানের সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই সম্ভাবনাময় শ্রমবাজার দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।

২০২৪ সালে ক্রোয়েশিয়া বাংলাদেশ থেকে ১২ হাজার ৪০০ কর্মী নিয়োগের অনুমতিপত্র ও ভিসা দিয়েছিল, কিন্তু এর মধ্যে ৮ হাজার কর্মীই ক্রোয়েশিয়ায় যাননি। বাকি ৪ হাজার ৪০০ কর্মীর মধ্যে অর্ধেক দেশে কাজে থাকতে পেরেছেন, কিন্তু অন্যদের অনেকেই অবৈধভাবে সেনজেনভুক্ত অন্যান্য দেশে চলে গেছেন, যা ইউরোপীয় ইউনিয়নের কড়া সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ক্রোয়েশিয়া সরকারকে বেআইনি অভিবাসন বন্ধ করতে বলেছে, যার কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য ক্রোয়েশিয়ায় কাজের অনুমতিপত্র বন্ধ করা হয়েছে। এটি বাংলাদেশের প্রবাসী কর্মী বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে, বিশেষত ক্রোয়েশিয়ায় কাজের সুযোগ বন্ধ হওয়ার কারণে।

এছাড়া, ক্রোয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের সংখ্যা বর্তমানে ছয় থেকে সাত হাজারের মতো, যারা প্রধানত নির্মাণ খাতে, রেস্তোরাঁয়, এবং খাবার সরবরাহের কাজে নিয়োজিত। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রোয়েশিয়ার সঙ্গে আলোচনা করে দ্রুত একটি সমাধান বের করার প্রস্তাব দেওয়া হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে