ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে আদেশ

২০২৫ জুলাই ০৭ ১৯:৫৪:২৪
সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে আদেশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে করা আবেদনের শুনানি শেষ হয়েছে। শুনানির পর হাইকোর্ট আগামী ২০ জুলাই আদেশের জন্য দিন ধার্য করেছেন।

সোমবার (৭ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর আগে গত ২৪ মে, সারজিস আলমের ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ স্ট্যাটাসের ভিত্তিতে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন তাকে নোটিশ পাঠান। নোটিশের জবাব না পেয়ে ২৮ মে ওই আইনজীবী হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন।

নোটিশে তাকে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং স্ট্যাটাসের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।

আবেদনে সারজিস আলমের বক্তব্যকে দেশের বিচার বিভাগ ও বিচার ব্যবস্থার প্রতি অবজ্ঞাসূচক এবং আদালত অবমাননার মাধ্যমে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চালানোর জন্য রুল জারির আবেদন করা হয়েছে।

আইনজীবী জসিম উদ্দিন বলেন, নোটিশের জবাব না পাওয়ায় আদালত অবমাননার অভিযোগ নিয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। শুনানি শেষে আগামী ২০ জুলাই এ বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছে।

গত ২২ মে ফেসবুকে সারজিস আলম লিখেছিলেন, “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?” — এ মন্তব্যকে নিয়েই আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, এই বক্তব্যের কারণে তিনি বিচার বিভাগের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করেছেন যা সুপ্রিম কোর্টের বিধান লঙ্ঘন এবং আদালত অবমাননার অপরাধ। উল্লেখ করা হয়, আদালতের নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। না হলে আদালত অবমাননার মামলা করা হবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে