ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

৪০ বছরের বৈষম্য:  শায়খ আহমাদুল্লাহর প্রতিবাদ

২০২৫ জানুয়ারি ২৭ ১৬:৫১:১১
৪০ বছরের বৈষম্য:  শায়খ আহমাদুল্লাহর প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ওপর হামলার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ। তিনি ফেসবুকে এক পোস্টে এ নিয়ে তার ক্ষোভের কথা জানিয়েছেন এবং সরকারের নিকট সুবিচারের দাবি তুলেছেন।

শায়খ আহমাদুল্লাহ তার পোস্টে লেখেন, "ভাত দেবার মুরোদ নেই, কিল দেবার গোসাই।" তিনি বলেন, বিগত ৪০ বছর ধরে সরকার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থা পর্যবেক্ষণ করছে, তবে তাদের ন্যূনতম জীবনযাপনযোগ্য বেতনও দেয়া হচ্ছে না, অথচ মাদ্রাসার সিলেবাস, কারিকুলাম এবং নীতিমালা সবই সরকার চাপিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, “যখন সম্মানিত শিক্ষকরা অভাব-অনটনের কারণে রাস্তায় নেমে মানবিক ও যৌক্তিক দাবি আদায়ের জন্য আন্দোলন করেন, তখন আমাদের জাতির জন্য এটি লজ্জার বিষয়।"

এছাড়া, তিনি সরকারের কাছে দাবি করেন যে, “এ শিক্ষকরা যারা জাতির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাদের প্রতি সুবিচার করতে হবে, জাতির ৪০ বছরের ভুল সংশোধন করতে হবে।"

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি থেকে ঢাকার প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়া আন্দোলনরত শিক্ষকরা দাবি করেছেন, দেশের ১৫ হাজার ইবতেদায়ি মাদ্রাসার ৭৫ হাজার শিক্ষক বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। তারা প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণের দাবি জানাচ্ছেন। তবে গত ২৬ জানুয়ারি তাদের উপর পুলিশের হামলা হয়, ফলে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

শায়খ আহমাদুল্লাহ তার পোস্টে তুলে ধরেছেন, ৪০ বছর আগে যে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলো ছিল, সেগুলো জাতীয়করণের মাধ্যমে ৩০ হাজার টাকার বেতন পায়, আর ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা ৩ হাজার টাকাও পান না। এই বৈষম্য নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে