ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া

২০২৫ জানুয়ারি ২৬ ১৭:৫১:৫৪
যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএইডের অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়িত সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে, এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে জানানো হয়নি। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, এটি প্রত্যাশিত ছিল, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে জানিয়েছিলেন, তারা সব ধরনের সহায়তা পুনঃমূল্যায়ন করবেন এবং সময় নিয়েছেন।

ইউএসএইডের এই নির্দেশনা ২৬ জানুয়ারি জারি করা হয়, যেখানে বলা হয়েছে, তারা ৯০ দিনের জন্য সব তহবিল বন্ধ রাখবে, তবে জরুরি খাদ্য সহায়তা ও কিছু সামরিক অর্থায়ন যেমন ইসরায়েল এবং মিসরের জন্য সহায়তা এর বাইরে রাখা হয়েছে।

এছাড়া, পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন আসায় নীতিতে পরিবর্তন হতে পারে, এবং বাংলাদেশে সহায়তা কমে যাওয়ার আশঙ্কা আগেই ছিল। পরিস্থিতি অনুযায়ী, বাংলাদেশকে নতুন বাস্তবতায় নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে