ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা প্রশ্নে যা বললেন সিইসি

২০২৫ জানুয়ারি ২৬ ১৫:৩৪:১০
আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা প্রশ্নে যা বললেন সিইসি

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তা নির্ভর করছে দলটির নিবন্ধন শেষ পর্যন্ত থাকে কিনা। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনতার জন্য সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়ন হলে কমিশনের স্বাধীনতা খর্ব হতে পারে।

এছাড়া সিইসি, নির্বাচন কমিশনকে জবাবদিহি করার ক্ষমতা সংসদীয় কমিটির কাছে ন্যস্ত করতে এবং স্বাধীন কর্তৃপক্ষের অধীনে ভোটার তালিকা প্রণয়ন প্রস্তাবের বিরোধিতা করেন।

এ বিষয়ে সিইসি জানান, যদি ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে অক্টোবরে প্রস্তুতি নিতে হবে।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, এটি ইসির নয়, বরং সরকারের বিষয়, এবং জাতীয় নির্বাচনের আয়োজনের জন্য এক বছরের মতো সময় লাগবে।

এছাড়া সিইসি নির্বাচনী প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে মন্তব্য করে বলেন, নির্বাচন কমিশন শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করতে চায় না। জনগণকে অনিয়ম ঠেকাতে দায়িত্ব নিতে হবে, প্রয়োজনে বিএনসিসিকেও কাজে লাগানো হবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে