ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

সপ্তাহের শুরুতেই শেয়ারবাজারে বড় ঝাঁকুনি!

২০২৫ জানুয়ারি ২৬ ১৫:১৯:১৫
সপ্তাহের শুরুতেই শেয়ারবাজারে বড় ঝাঁকুনি!

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহের শেষ দুই কর্মদিবস নেতিবাচক অবস্থায় ছিল শেয়ারবাজার। আজ সপ্তাহের শুরুতে নেতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হলেও কিছুক্ষণ পর তার কাটিয়ে ওঠে ইতিবাচক প্রবণতায় মোড় নেই উভয় বাজার।

কিন্তু সেই অবস্থা বেশিক্ষণ স্থির থাকতে পারেনি। লেনদেনের ২০ মিনিট পরই ইতিবাচক অবস্থায় থেকে নেতিবাচক অবস্থায় অগ্রসর হয় বাজার। তারপর দিনভর নেতিবাচক জোনে থেকেই লেনদেন চলে। তবে বেলা দেড়টার পর বাজার বড় ঝাঁকুনির দিকে টার্ন নেয়। যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এদিন সূচক পতনের পাশাপাশি লেনদেনেও পতন দেখা যায়।

এদিন (রোববার) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩২ পয়েন্টে। যা বৃহস্পতিবার ১১ পয়েন্ট ও বুধবার ২৫ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৩১৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৬ কোটি ২৭ লাখ টাকার। এ হিসাবে লেনদেন কমেছে ৩৭ কোটি ৮১ লাখ টাকার বা ১১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৫টির বা ১৮.৬১ শতাংশের, কমেছে ২৬১টির বা ৬৪.৭৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৭টির বা ১৬.৬৩ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩টির, কমেছে ১০৭টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই কমেছিল ৬৯ পয়েন্ট।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে