ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

৭১ যদি দেখতাম রাজাকার হয়ে যেতাম: মিজানুর রহমান আজহারী

২০২৫ জানুয়ারি ২৬ ১১:২১:১৪
৭১ যদি দেখতাম রাজাকার হয়ে যেতাম: মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিদেবক: মিজানুর রহমান আজহারী, একজন আলোচিত ইসলামি বক্তা, তার বক্তব্যে ৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে এক বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, "৭১ যদি দেখতাম, রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানী।" শনিবার (২৫ জানুয়ারি) পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত একটি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আজহারী অভিযোগ করেন, অতীতে যারা আওয়ামী মতের বিরুদ্ধে গিয়েছিল, তাদের "রাজাকার" উপাধি দেওয়া হতো। তিনি বলেন, "অ্যাওয়ার্ড দেওয়ার মত হলে মুক্তিযোদ্ধা, না হলে রাজাকার।" তার এই মন্তব্যের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতি ইঙ্গিত করেছেন। তিনি আরও বলেন, "৭১ সালে আমরা শুনেছি, মুসলিম না অমুসলিম—এটা যাচাইয়ে কালিমা বলার কথা বলতো।"

আজহারী তার বক্তব্যে আরও বলেন, "আমি যেখানেই যাই, জেন-জি (নতুন প্রজন্ম) আমাকে ছাড়ে না। এরাই আগামীর বাংলাদেশ।" তিনি নতুন প্রজন্মকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সজাগ ও সাবধান থাকার আহ্বান জানান।

মিজানুর রহমান আজহারী সম্প্রতি সামাজিক এবং রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তার এই ধরনের মন্তব্যের কারণে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে