ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

র‍্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২৫ জানুয়ারি ২৬ ১৫:২৫:১২
র‍্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল র‍্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। জুলাই-আগস্ট গণহত্যা মামলায় তার বিরুদ্ধে এই পরোয়ানা দেওয়া হয়, যেখানে অভিযোগ রয়েছে যে, আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালানো এবং গণহত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন করার জন্য তিনি দায়ী।

২৬ জানুয়ারি, রোববার এই পরোয়ানা জারি করা হয়। আদালত শুনানিতে জানতে চেয়েছিল হারুন অর রশিদ কোথায় আছেন, আর চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেপ্তারের জন্য তদন্ত সংস্থা চেষ্টা করছে।

এছাড়া, ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় পুলিশের সাবেক দুই সদস্য এস আই আবদুল মালেক এবং কনস্টেবল মুকুল চোকদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে লাশ পোড়ানোর ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

এর আগে, আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম এবং চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে