ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জামিন পেলেন আলোচিত ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি

২০২৫ জানুয়ারি ২৬ ১৫:২২:৪৪
জামিন পেলেন আলোচিত ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে জামিন প্রদান করেছে। মানহানির মামলায় অভিযোগ গঠনের জন্য তার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর জামিনের আদেশ দেওয়া হয়। আদালতের সামনে ২৬ জানুয়ারি এই শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে উর্মি তার আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করে।

এর আগে, গত ৮ অক্টোবর শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে যে, উর্মি ফেসবুকে এসব শহীদদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন এবং সরকারের উচ্চ পদস্থ ব্যক্তির বিরুদ্ধে বিরূপ বক্তব্য প্রকাশ করেন, যা জনমনে অস্থিরতা সৃষ্টি করে। ৭ অক্টোবর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল এবং পরবর্তীতে ২৮ নভেম্বর আদালতে হাজির হতে তাকে সমন জারি করা হয়।

এখন, ৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন শুনানির জন্য তার মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে