ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশে সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র

২০২৫ জানুয়ারি ২৬ ১৫:৪৪:২৯
বাংলাদেশে সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচি অবিলম্বে বন্ধের নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি। গত শনিবার (২৫ জানুয়ারি) ইউএসএআইডির বাংলাদেশ কার্যালয়ের পরিচালক রিচার্ড অ্যারন স্থানীয় উন্নয়ন সংগঠনগুলোর কাছে চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেন।

চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ সব প্রকল্পের মার্কিন অংশের ব্যয় বন্ধ থাকবে। এছাড়া ইউএসএআইডির অধিগ্রহণ ও সহায়তা বিষয়ক কার্যালয়ের পরিচালক ব্রায়ান অ্যারনের পাঠানো চিঠিটি ইউএসএআইডি-বাংলাদেশের বাস্তবায়ন অংশীদারদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে, যাতে তারা চলমান প্রকল্পের সব কাজ অবিলম্বে বন্ধ করে দেয়।

ইউএসএআইডির সহায়তা বন্ধের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের আওতায় নেওয়া হয়েছে, যার ফলে মিশর ও ইসরায়েল বাদে বিশ্বের সব দেশের জন্য যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা পুনঃমূল্যায়ন ও পুনঃসামঞ্জস্যকরণের নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, চলমান প্রকল্পগুলোতে ব্যয় সঞ্চয় করার জন্য যুক্তিসংগত পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে