ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

জেল পলাতক সাতশ আসামি এখনও অধরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ২৬ ১৫:৩৭:২২
জেল পলাতক সাতশ আসামি এখনও অধরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো ৭০০ এর বেশি আসামি এখনও ধরা পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। রবিবার (২৬ জানুয়ারি) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা (হটলাইন) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

তিনি আরও বলেন, "গণঅভ্যুত্থানের সময় ২ হাজার ২ শতাধিক আসামি কারাগার থেকে পালিয়ে যায়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ আসামি গ্রেপ্তার করা হয়েছে, বাকি ৭০০ আসামি এখনও গ্রেপ্তার হয়নি। তবে তাদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে।"

এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকার পলাতক আসামিদের ধরতে তৎপর রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে