ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

পানামা খাল দখল করতে গেলে বিপদে পড়তে পারেন ট্রাম্প

২০২৫ জানুয়ারি ২৩ ১৩:০০:০৭
পানামা খাল দখল করতে গেলে বিপদে পড়তে পারেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি তাঁর অভিষেক ভাষণে পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শক্তি প্রয়োগের হুমকি দেন। এর পরদিন ২১ জানুয়ারি পানামা সরকার জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে এই হুমকির বিরুদ্ধে অভিযোগ জানায়। যদি ট্রাম্প সামরিক শক্তি ব্যবহার করে পানামা খাল দখলের চেষ্টা করেন, তা যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন নীতির বিপরীতে যাবে এবং আন্তর্জাতিক মহলে তাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হতে পারে।

পানামা খাল ১৯৯৯ সাল থেকে পানামা সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এর চুক্তি সম্পন্ন করেন এবং তা পরবর্তী সময়ে পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়। এর আগে, একদা এটি যুক্তরাষ্ট্রের দখলে ছিল, কিন্তু ১৯৭৭ সালে চুক্তি অনুযায়ী এটি পানামার কাছে হস্তান্তর করা হয়।

ট্রাম্পের হুমকি নিয়ে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো পাল্টা মন্তব্য করেন এবং বলেন, পানামা খাল ও তার আশেপাশের অঞ্চলের মালিকানা পানামার এবং ভবিষ্যতেও এটি থাকবে। এদিকে, ট্রাম্পের অভিযোগ ছিল যে চীন পানামা খালকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, কিন্তু পানামা সরকার এই অভিযোগ অস্বীকার করেছে এবং হংকংভিত্তিক কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে।

বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই খাল, যেখানে প্রতিবছর প্রায় ৬ শতাংশ বৈশ্বিক বাণিজ্য চলে, যদি সামরিকভাবে দখল করা হয়, তবে তা বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে। পানামা খাল দখলের জন্য যদি যুদ্ধ শুরু হয়, যুক্তরাষ্ট্রকে প্রায় ৯০ হাজার সেনা মোতায়েন করতে হতে পারে, যা ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বিপদজনক হতে পারে।

এছাড়া, পানামা খাল দখলে সামরিক শক্তি প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব পাশ করা প্রয়োজন হবে, যেখানে অনেক কংগ্রেস সদস্য এর বিরোধিতা করতে পারেন।

এ ধরনের সামরিক অভিযান বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয়কর হতে পারে এবং ট্রাম্পের পক্ষে এটি সফল হওয়া কঠিন হতে পারে, বিশেষত যখন তিনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের যুদ্ধের বিরুদ্ধে মতপ্রকাশ করেছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে