ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

স্ট্যান্ডার্ড সিরামিকের আর্থিক অনিয়ম: ভূয়া মজুদ পণ্য ও ঋণ খেলাপি

২০২৫ জানুয়ারি ২২ ১০:৪৯:১৭
স্ট্যান্ডার্ড সিরামিকের আর্থিক অনিয়ম: ভূয়া মজুদ পণ্য ও ঋণ খেলাপি

নিজস্ব প্রতিবেদক: স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্তমানে নানা আর্থিক সংকট ও অনিয়মের মধ্যে রয়েছে, যার মধ্যে অন্যতম হল ভূয়া সম্পদ দেখানোর অভিযোগ। গত বছরের শুরুতে কোম্পানির উৎপাদন বন্ধ হয়ে যায়, যা সরকার কর্তৃক বিদ্যুত ও গ্যাসের লাইন বিচ্যুতির কারণে হয়। যদিও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার আগে কোম্পানির বিক্রির তুলনায় ব্যয় বেশি ছিল, ফলে লোকসান অবধারিত ছিল। তবে এর মধ্যে আর্থিক হিসাবের নানা সমস্যা উঠে এসেছে, যার মধ্যে অন্যতম হলো ভূয়া মজুদ পণ্য দেখানো।

স্ট্যান্ডার্ড সিরামিকের ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় দেখা গেছে, কোম্পানির চলতি দায় পরিমাণ ছিল ৪৮ কোটি ৫১ লাখ টাকা, যার মধ্যে ব্যাংক ঋণ ছিল ২০ কোটি ২৭ লাখ টাকা। তবে কোম্পানির মজুদ পণ্যসহ মোট চলতি সম্পদের পরিমাণ মাত্র ১১ কোটি টাকা। এতে কোম্পানির আর্থিক অস্বচ্ছলতা প্রকাশ পায়। কোম্পানি চলতি দায় পরিশোধে অক্ষম হয়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটে।

স্ট্যান্ডার্ড সিরামিকের ২০২৩-২৪ অর্থবছরে নিট লোকসান হয়েছে ১৫ কোটি ৪৩ লাখ টাকা, যা গত বছরের তুলনায় অনেক বেশি। কোম্পানিটি ৯ কোটি ৬৮ লাখ টাকার মজুদ পণ্য দেখিয়েছে, যার মধ্যে ৭ কোটি ৮১ লাখ টাকার মজুদ পণ্য উৎপাদন প্রক্রিয়ায় ছিল বলে দাবি করা হয়েছে। কিন্তু কোম্পানি ৭ মাসে যে পরিমাণ পণ্য উৎপাদন করেছিল, তার তুলনায় উৎপাদন প্রক্রিয়ায় থাকা পণ্যের পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি দেখানো হয়েছে।

নিরীক্ষকরা জানিয়েছেন, যদি উৎপাদন প্রক্রিয়ায় কাঁচামাল থাকে, তাহলে কোম্পানির উৎপাদন সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ ৬৫ থেকে ৭০ মেট্রিক টন পণ্য সেখানে থাকার কথা। তবে কোম্পানি কর্তৃপক্ষ ৭ কোটি ২৯ লাখ টাকার মজুদ পণ্য বেশি দেখিয়েছে, ফলে এর মাধ্যমে নিট লোকসান কম এবং ঋণাত্মক সম্পদ কম দেখানো হয়েছে।

এছাড়া, কোম্পানির কর্তৃপক্ষ নিরীক্ষকের কাছে মজুদ পণ্যের সত্যতা যাচাইয়ের জন্য কোনো রেজিস্টার বা সরেজমিনে পরীক্ষা করার সুযোগ দেয়নি। এর ফলে কোম্পানির আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া স্ট্যান্ডার্ড সিরামিকের পরিশোধিত মূলধন ৬ কোটি ৪৬ লাখ টাকা। বর্তমানে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের মালিকানা ৭১.৭৬ শতাংশ। ২১ জানুয়ারি, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার দর ৬৫.৫০ টাকা ছিল।

কেএইচ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে