ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশে নির্বাচনের সময়সীমা নিয়ে মুখ খুললেন জাতিসংঘ

২০২৫ জানুয়ারি ১৪ ১৮:৫১:৪৩
বাংলাদেশে নির্বাচনের সময়সীমা নিয়ে মুখ খুললেন জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের প্রতিনিধি গোয়েন লুইস ১৪ জানুয়ারি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘের অবস্থান স্পষ্ট। জাতিসংঘ সময়সীমা সম্পর্কে কোনো মন্তব্য করতে চায় না, তবে তারা নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিলিত হয়ে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে আগ্রহী।

গোয়েন লুইস আরও বলেন, নির্বাচন কবে হবে, সেই সিদ্ধান্ত বাংলাদেশের সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেই নির্ধারিত হবে। জাতিসংঘের ভূমিকা হবে সহায়ক, বিশেষত নির্বাচন প্রক্রিয়ায় কারিগরি সহায়তা প্রদান করা। তিনি বলেন, জাতিসংঘ নির্বাচন কমিশনের সঙ্গে ইতোমধ্যে বৈঠক করেছে এবং তাদের চাহিদা অনুযায়ী সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।

এছাড়া, জাতিসংঘের প্রতিনিধি দল বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম সফরে যাবে, যেখানে তারা রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিদের এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে। এই বৈঠকের উদ্দেশ্য হলো নির্বাচনের প্রক্রিয়া নিয়ে মতামত সংগ্রহ করা এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করা। প্রতিনিধি দল সেখান থেকে ফিরে এসে একটি প্রতিবেদন প্রস্তুত করবে, যা জাতিসংঘের সাহায্য কার্যক্রমের অংশ হিসেবে কাজ করবে।

এছাড়া, জাতিসংঘের প্রতিনিধি নির্বাচনের পূর্ববর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে একাধিক সভা আয়োজনের কথাও জানিয়েছেন, যাতে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে