ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

পদত্যাগের প্রশ্নের উত্তরে যা বললেন টিউলিপ 

২০২৫ জানুয়ারি ১৩ ১৯:০০:০৪
পদত্যাগের প্রশ্নের উত্তরে যা বললেন টিউলিপ 

নিজস্ব প্রতিবেদক:ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির ইকোনমিক সেক্রেটারি এবং সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক সম্প্রতি দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগের প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তবে, তিনি এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সেগুলো এড়িয়ে যান।

সোমবার (১৩ জানুয়ারি) লন্ডনের বাসা থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা টিউলিপকে প্রশ্ন করেন, তিনি কি পদত্যাগ করবেন? এর জবাবে টিউলিপ বারবার "গুড মর্নিং" (শুভ সকাল) বলেই সেই প্রশ্ন এড়িয়ে যান। দুবার একই প্রশ্ন করার পরও তিনি একইভাবে উত্তর দেন এবং পরে গাড়িতে চড়ে বাসা থেকে চলে যান।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি শেখ হাসিনার ভাগনি হিসেবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়, তার সংশ্লিষ্টদের মালিকানাধীন লন্ডনের ফ্ল্যাটে বিনামূল্যে বসবাস করেছেন।

এছাড়া, অভিযোগ করা হয়েছে যে, তিনি ২০১৩ সালে বাংলাদেশে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় সহায়তা করেছিলেন, যদিও সে সময় তিনি কোনো সরকারি পদে ছিলেন না। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসব অভিযোগ প্রকাশিত হয়েছে এবং এই বিষয়ে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

তবে, টিউলিপ সিদ্দিক নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেননি এবং পদত্যাগের প্রশ্নেরও সুনির্দিষ্ট উত্তর দেননি।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে