ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাবরের খালাস: মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল

২০২৫ জানুয়ারি ১৪ ১৮:৫৬:২৩
বাবরের খালাস: মুক্তির তারিখ নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে হাইকোর্ট থেকে খালাস দেওয়ার পর, তাঁর মুক্তি নিয়ে নতুন তথ্য পাওয়া গেছে। আইনজীবী শিশির মনির জানিয়েছেন, আজ (১৪ জানুয়ারি) রায়ের কাগজপত্র কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে বাবর দ্রুত মুক্তি পাবেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার গণমাধ্যমকে জানান, “কারামুক্তির কাগজপত্র একটার পর একটা পৌঁছাচ্ছে, তবে সব কাগজপত্র এখনও আসেনি। যদি আজই সব কাগজপত্র পৌঁছায়, তবে আজই মুক্তি পাবেন।”

বাবরসহ আরও চার আসামির খালাসের ফলে কারামুক্তিতে কোনো বাধা নেই, এবং তাঁর মুক্তির জন্য কারাগারে প্রক্রিয়া চলছে।

এই মামলায় বাবরসহ পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে, যেখানে ভারতে বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া ও অন্যদের ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে