ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

সেন্টমার্টিন দ্বীপ দখলের দাবি, যা জানা গেল

২০২৫ জানুয়ারি ১৩ ১৮:৪০:০৩
সেন্টমার্টিন দ্বীপ দখলের দাবি, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ইন্টারনেটে মিয়ানমারের আরাকান আর্মি (AA) কর্তৃক বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ দখল করার দাবির একটি গুজব ছড়ানো হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক "রিউমর স্ক্যানার" এর অনুসন্ধানে এটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। এই দাবি বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এবং ভারতীয় এক্স (এক্স টুইটার) হ্যান্ডেল থেকে ৩০ ডিসেম্বর ২০২৪ সাল থেকে প্রচারিত হতে দেখা গেছে।

ফ্যাক্ট চেকের মাধ্যমে জানা যায়, মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক সেন্টমার্টিন দ্বীপ দখলের এমন কোনো সত্যতা পাওয়া যায়নি। মিয়ানমারের আরাকান আর্মি আসলে ২০২৪ সালের ৮ ডিসেম্বর মংডু শহর দখল করার পর মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের প্রায় ২৭০ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিলেও, এর সঙ্গে সেন্টমার্টিন দ্বীপ বা টেকনাফ অঞ্চলের কোনো সম্পর্ক নেই।

এছাড়া, মিয়ানমারের গণমাধ্যম "The Irrawaddy" এবং বাংলাদেশের "দ্য ডেইলি স্টার" এর প্রতিবেদনে পাওয়া যায়, যে আরাকান আর্মি বাংলাদেশি সীমান্তে নিজেদের প্রভাব বৃদ্ধি করেছে, কিন্তু সেন্টমার্টিন দ্বীপ দখলের দাবি সত্য নয়। এমনকি, এই দাবির সঙ্গে সম্পর্কিত কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বা রিপোর্টও পাওয়া যায়নি।

এটি প্রথমবার নয় যে, একই এক্স অ্যাকাউন্ট থেকে ভুল তথ্য ছড়ানো হয়েছে। এর আগেও, ২০২৪ সালের ডিসেম্বরে টেকনাফ অঞ্চলে আরাকান আর্মি কর্তৃক দখলের এমন মিথ্যা দাবি করা হয়েছিল, যা পরবর্তীতে ফ্যাক্ট চেকের মাধ্যমে খণ্ডন করা হয়েছিল।

অতএব, সেন্টমার্টিন দ্বীপ দখলের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা, বলে নিশ্চিত করেছে "রিউমর স্ক্যানার"।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে