ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
Sharenews24

তাহসানের দ্বিতীয় বিয়ের পর মিথিলার কান্না

২০২৫ জানুয়ারি ১২ ১১:২৮:৩৪
তাহসানের দ্বিতীয় বিয়ের পর মিথিলার কান্না

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ের খবর ৪ জানুয়ারি, শনিবার প্রকাশিত হওয়ার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কিছু সময় পর একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যার শিরোনাম ছিল “লাইভে এসে কান্না করে ক্ষমা চাইলেন মিথিলা”। কিন্তু এই দাবির পরই এসেছে নতুন তথ্য, যা জানায় যে, মিথিলা আসলে কোনো লাইভে কান্না করেননি।

রিউমর স্ক্যানার নামের একটি অনুসন্ধান দল জানিয়েছে, তাহসানের বিয়ের পর মিথিলা লাইভে এসে কোনো কান্না করেননি। বরং তিনি নিজের ফেসবুক পেজের স্টোরিতে কন্যা আইরা তেহরীখানসহ হাস্যোজ্জ্বল একটি ছবি শেয়ার করেন। সেই সঙ্গে মিথিলার কান্না সংক্রান্ত ভিডিওটিতে কোনো প্রমাণও পাওয়া যায়নি। ভিডিওটিতে মিথিলার সাথে তাহসানের নতুন স্ত্রীর ছবি এবং তাদের সম্পর্কের বিস্তারিত আলোচনা ছিল, কিন্তু সেখানে কান্নার কোনো দৃশ্য ছিল না।

প্রতিবেদন অনুযায়ী, মিথিলা স্বাভাবিকভাবেই তাহসানের বিয়ের দিন একটি সেলফি শেয়ার করেছিলেন, যা তার মেয়ে আইরার সঙ্গে তোলা হয়েছিল। এর আগে, তাহসানও তার মেয়ে আইরার সাথে একটি ছবি শেয়ার করেছিলেন।

মিথিলা সম্প্রতি 'ডেসেন্ড্যান্টস অব দ্য সান' কোরিয়ান নাটকের বাংলা ডাবিংয়ের কাজেও যুক্ত হয়েছেন, যা তার নতুন কাজের দিকও তুলে ধরে।

এমতাবস্থায়, তাহসানের দ্বিতীয় বিয়ের পর মিথিলার কান্নার ঘটনায় যে ভিডিওটি ছড়ানো হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

কেএইচ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে