ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
Sharenews24

অন্তর্বর্তী সরকারের প্রতি যে আহ্বান জানালেন রিজভী

২০২৫ জানুয়ারি ১১ ১৪:৩২:৩৬
অন্তর্বর্তী সরকারের প্রতি যে আহ্বান জানালেন রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ সকল পর্যায়ে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেন।

রিজভী বলেন, "অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান, এই আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রতিটি উদ্যোগ সফল করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।" তিনি আরও অভিযোগ করেন যে, দেশে ফ্যাসিবাদের দোসররা গভীরে বসে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এসব ব্যক্তিরা আবারও ক্ষমতায় ফিরে আসার ষড়যন্ত্র করছে।

রিজভী বলেন, "এই দোসররা স্বপ্ন দেখছে যে, তাদের প্রভু ভারত সরকার হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে সক্ষম হবে। কিন্তু সেই স্বপ্ন কখনো পূর্ণ হবে না।"

তিনি অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে এবং কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। তিনি বলেন, "বিএনপি সেনাছাউনিতে জন্ম নেয়নি, বরং এটি গঠন করা হয়েছিল বাংলাদেশের নির্বাচিত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের অধীনে।"

রিজভী সরকারের দিকে আঙুল তুলে বলেন, "গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের অধীনে পাঠ্যপুস্তকগুলোতে ইতিহাস বিকৃত করা হয়েছে। এখনো অন্তর্বর্তী সরকার শিক্ষাব্যবস্থায় সংশোধন করতে ব্যর্থ হয়েছে।"

তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং সরকারের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার এখনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। এমনকি সরকারের ভ্যাট বাড়ানোর ফলে জনগণের দুর্ভোগ আরও বেড়েছে," মন্তব্য করেন রিজভী।

রিজভী অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে জনগণের দুর্ভোগ কমানো যায় এবং সরকারকে আরও সফলভাবে কাজ করতে দেখা যায়।

কেএইচ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে