ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘জেড’ ক্যাটাগরির ৫ শেয়ারের বিনিয়োগকারীদের মাথায় হাত!

২০২৫ জানুয়ারি ১১ ১৩:৪৫:২২
‘জেড’ ক্যাটাগরির ৫ শেয়ারের বিনিয়োগকারীদের মাথায় হাত!

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৫-০৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘জেড’ ক্যাটাগরির ৫ শেয়ারের বড় পতন হয়েছে। যেগুলো ডিএসইর সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় অন্তভূক্ত হয়েছে।

কোম্পানিগুলো হলো-জেনারেশন নেক্সট, স্ট্যান্ডার্ড সিরামিক, দুলামিয়া কটন, কেয়া কসমেটিক্স ও বিআইএফসি ফাইন্যান্স।

কোম্পানিগুলোর মধ্যে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে জেনারেশন নেক্সট ও স্ট্যান্ডার্ড সিরামিক। এছাড়া, দুলামিয়া কটন রয়েছে চতুর্থ স্থানে, কেয়া কসমেটিক্স পঞ্চম স্থানে এবং বিআইএফসি ফাইন্যান্স নবম স্থানে।

সপ্তাহের ব্যবধানে কোম্পানিগুলোর মধ্যে জেনারেশন নেক্সটের দাম কমেছে ১০.২৬ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৮.৪৫ শতাংশ, দুলামিয়া কটনের ৮.২৪ শতাংশ, কেয়া কসমেটিক্সের ৭.৫৫ শতাংশ এবং বিআইএফসি ফাইন্যান্সের ৬.০২ শতাংশ।

কোম্পানিগুলোর মধ্যে সিংহভাগ কোম্পানির শেয়ার দাম আগের সপ্তাহেও কমেছে। যার ফলে কোম্পানিগুলোর শেয়ার নিয়ে বিনিয়োগকারীরা বেকায়দা রয়েছেন।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে