ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সর্বশেষ আপডেট

২০২৫ ডিসেম্বর ২৮ ০৯:০৬:২৭
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সর্বশেষ আপডেট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। তিনি বর্তমানে সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন বলেন,“স্বাভাবিকভাবে বলা যাবে না যে ম্যাডামের অবস্থার উন্নতি হয়েছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন।”

তিনি জানান, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটে। এ কারণে প্রথমে তাকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) এবং পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয়।

ডা. জাহিদ আরও বলেন, “দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও চিকিৎসা প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।”

এদিকে, রোববার (২৮ ডিসেম্বর) ভোর চারটার দিকে খালেদা জিয়ার একজন মেডিক্যাল কর্মী বাংলা ট্রিবিউনকে জানান,“মধ্যরাতে ডা. জাহিদ হোসেন যা বলেছেন, সেটাই বর্তমান অবস্থা। তিনি অনেক অসুস্থ। চিকিৎসা চলমান রয়েছে। এর বাইরে আপাতত বলার মতো কিছু নেই।”

উল্লেখ্য, খালেদা জিয়ার চিকিৎসায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে দেখতে হাসপাতালে যান। শনিবার (২৭ ডিসেম্বর) দিনভর কর্মসূচি শেষে তিনিও হাসপাতালে গিয়ে মায়ের খোঁজ নেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে