ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

বছরের প্রথম দিনই হতাশার বৃত্তে বিনিয়োগকারীরা

২০২৫ জানুয়ারি ০১ ১৫:২১:৫৮
বছরের প্রথম দিনই হতাশার বৃত্তে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী বছরের শেষ কর্মদিবস সামান্য ইতিবাচক ছিল শেয়ারবাজার। তবে নতুন বছরের প্রথম কর্মদিবস বুধবার (০১ জানুয়ারি) নামমাত্র ইতিবাচকতায় শেষ হয়েছে শেয়ারবাজারে লেনদেন। এতে করে বছরের প্রথম দিনই হতাশার বৃত্তে আটকে গেছে বিনিয়োগকারীরা।

এদিন শেয়ারবাজারের প্রধান সূচক নামমাত্র ইতিবাচক হয়েছে। সূচকে নামমাত্র ইতিবাচক হলেও টাকার পরিমাণে লেনদেন কমেছে আগের কর্মদিবস থেকে। তবে বছরের প্রথম দিন হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন ফিরে পেয়েছেন বিনিযোগকারীরা। বছরের প্রথম কর্মদিবস বুধবার শেয়ারবাজারে মাত্র ১.৭১ পয়েন্ট সূচক ফিরেছে। এদিন বিনিয়োগকারীরা ফিরে পেয়েছেন এক হাজার ২৮৫ কোটি টাকা। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে ৪৩ কোটি টাকা কম হয়েছে।

এর আগে টানা তিন কর্মদিবস শেয়ারবাজার থেকে ৫২ পয়েন্ট হারিয়ে যায়। তবে পরের টানা চার কর্মদিবস শেয়ারবাজারে ফিরেছে ৪৯ পয়েন্ট। অর্থাৎ চারদিনের উত্থানেও আগের তিন কর্মদিবসে হারানো সূচক উদ্ধার করা সম্ভব হয়নি।

আজ সূচকের উত্থানে শুরু হয় শেয়ারবাজারের লেনদেন। দুপুর ১২টা ৫৬ মিনিট পর্যন্ত উত্থানের মধ্যে থেকেই লেনদেন হয় শেয়ারবাজারে। তবে ১২টা ৫৭ মিনিটে সূচক পতনে নেমে যায়। কিছুক্ষণ পর সূচক আবার উত্থানে ফিরে আসে। এরপর বাকি সময় ইতিবাচক প্রবণতায় হতে থাকে লেনদেন এবং ইতিবাচকতায় শেষ হয় বছরের প্রথম কর্মদিবসের লেনদেন।

বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা শেয়ারবাজার নিয়ে বারবার আশা বুক বাধে। এবারও তাদের আশা ছিল হয়তো বছরের প্রথম কর্মদিবস বড় উত্থান হবে শেয়ারবাজারে। বিনিয়োগকারীদের সেই আশায় গুড়েবলি। এবারও বিনিয়োগকারীদের হতাশ করেছে শেয়ারবাজার। বিনিয়োগকারীরা হতাশ হলেও ভবিষ্যতে শেয়ারবাজার তাদের ভালো কিছু দেবে এটাই তাদের প্রত্যাশা।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ৩.৮২ পয়েন্ট কমে ১ হাজার ১৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২.২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩৩০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭৩ কোটি ৮৬ লাখ টাকা। আজ লেনদেন ৪৩ কোটি ২৭ লাখ টাকার বা ১১ শতাংশ কমেছে।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩১টির বা ৩৩.০৮ শতাংশের, কমেছে ১৮৫টির বা ৪৬.৭২ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৮০টির বা ২০.২০ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৫৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭০ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৭টির, কমেছে ৭৬টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৫০৩ পয়েন্টে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে