ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সচিবালয়ে অগ্নিকাণ্ড: আগের কমিটি বাতিল করে নতুন ৮ সদস্যের কমিটি

২০২৪ ডিসেম্বর ২৭ ০৭:০৬:৩৮
সচিবালয়ে অগ্নিকাণ্ড: আগের কমিটি বাতিল করে নতুন ৮ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে নতুন কমিটি গঠন করেছে সরকার। পূর্বের সাত সদস্যের কমিটি বাতিল করা হয়েছে এবং নতুন আট সদস্যের কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনিকে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটিতে আরও রয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক তানভীর মঞ্জুর, ঢাকা সেনানিবাসের কমান্ড্যান্ট সিএমটিডি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান রাসেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াসির আরাফাত খান, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক।

কমিটিকে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ অনুসন্ধান, দুর্ঘটনার পেছনে কারও জড়িত হওয়া নিয়ে তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ নিতে সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং প্রাথমিক প্রতিবেদন ৩০ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার আশা করা হচ্ছে।

কমিটি প্রয়োজনে নতুন সদস্যও অন্তর্ভুক্ত করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরিফ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে