ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সারজিসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সমন্বয়ক মিতুর, যা বলছে রিউমর স্ক্যানার

২০২৪ ডিসেম্বর ২৭ ২২:৫৩:৫৩
সারজিসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সমন্বয়ক মিতুর, যা বলছে রিউমর স্ক্যানার

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াছমিন মিতু জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন বলে দাবি করা হয়েছে। ভিডিওটি ইতিমধ্যে ফেসবুকে ৪৯ লাখের বেশি ভিউ হয়েছে এবং সাত হাজারের বেশি শেয়ার হয়েছে।

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, এই ভিডিওর বিষয়বস্তু সঠিক নয়। ভিডিওটি আসলে ভিন্ন একজন নারীর পুরোনো বক্তব্য থেকে অডিও কাটা হয়ে ব্যবহার করা হয়েছে এবং সেটি প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে ইয়াছমিন মিতুর বক্তব্যের ভিডিওতে যুক্ত করা হয়েছে।

আওয়ামী লীগের শাসনামলের অবসানের পর তরুণদের বিজয় দিবস উদযাপন নিয়ে একটি ভিডিওতে ইয়াছমিন মিতুর বক্তব্যকে দেখা যায়, যেখানে তিনি শ্লীলতাহানির অভিযোগ নিয়ে কিছু বলেননি। বরং বিজয় দিবসের উৎসব নিয়ে কথা বলেছেন।

যদিও আলোচিত ভিডিওটিতে ইয়াছমিন মিতুর কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে, সে ক্ষেত্রে মূল ভিডিওর বক্তব্যের সঙ্গে অডিওটি অভিনবভাবে সম্পাদনা করা হয়েছে। ভিডিওটির শুরু থেকে ১৬ সেকেন্ড পর্যন্ত সময়ের বক্তব্যকে এডিট করে ইয়াছমিন মিতুর ভিডিওতে যুক্ত করা হয়েছে।

আলোচ্য অনুসন্ধানের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, সারজিস আলমের বিরুদ্ধে ইয়াছমিন মিতুর শ্লীলতাহানির অভিযোগ সংবলিত ভিডিওটি একটি মিথ্যা ভিডিও। ভিডিওটি উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে