ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

৪০ ঘণ্টা পার, ৭০০ ফুট গভীর কুয়োয় আটকে ৩ বছরের শিশু

২০২৪ ডিসেম্বর ২৫ ১৬:০৭:৩৫
৪০ ঘণ্টা পার, ৭০০ ফুট গভীর কুয়োয় আটকে ৩ বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক : খেলতে গিয়ে ৭০০ ফুট গভীর পাতকুয়োয় পড়ে গিয়েছে তিন বছরের শিশু। ৪০ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও উদ্ধার করা যায়নি তাকে। ঘটনাটি রাজস্থানের কোটপুতলি-বেহরোরের।

রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের কর্মী ও অফিসাররা একযোগে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন।

তিন বছরের ওই শিশুর নাম চেতনা। সোমবার পাতকুয়োর সামনেই খেলা করছিল ওই শিশু। হঠাৎ কোনও ভাবে পা পিছলে পড়ে যায়। এই মুহূর্তে ওই শিশু প্রায় ১৫০ ফুট গভীরে আটকে রয়েছে। পাতকুয়োটি খুবই সরু হওয়ায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে।

প্রথমে ১০ ফুটের একটি লোহার রডে হুক আটকে উদ্ধার কাজ শুরু হয়। হরিয়ানা থেকে আনানো হয় বিশেষ খনন মেশিন। তবে তাতে বিশেষ সুবিধা হয়নি। কুয়োর পাশেই জেসিবি দিয়ে ১০ ফুট একটি গর্ত খোঁড়া হয়। তাতেও উদ্ধার সহজ হয়নি। এখনও চেষ্টা চলছে।

শিশুটি প্রথমে পাতকুয়োয় পড়ে ১৫ ফুট গভীরে আটকে যায়। পরিবারের লোকজন তাকে টানাটানি করে তোলার চেষ্টা করছিলেন। কিন্তু পিছলে গিয়ে সে আরও কিছুটা গভীরে চলে যায় সে। ইতিমধ্যেই অক্সিজেন পাইপের মাধ্যমে ওই শিশুকে অক্সিজেন সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

ঘটনাস্থলে চারটি অ্যাম্বুল্যান্স প্রস্তুত। রয়েছেন চিকিৎসকরাও। উদ্ধারকারীরা জানান, ক্যামেরার মাধ্যমে ভিতরের পরিস্থিতিতে নজরদারি চলছে।

তারিক/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে