ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
Sharenews24

হাইড্রোজেনচালিত বাস চালু করলো সৌদি আরব

২০২৪ ডিসেম্বর ১৯ ১১:৩২:১৭
হাইড্রোজেনচালিত বাস চালু করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত বাস চালু করেছে সৌদি আরব। পরিবেশবান্ধব পরিবহনের দিকে এগিয়ে যাওয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে দেশটি।

দেশটির আল আহসা অঞ্চলের গভর্নর সৌদ বিন তালাল এ বাস সার্ভিসের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করেন।

পূর্বাঞ্চলীয় শহর দাম্মাম থেকে আল আহসা পর্যন্ত চলবে এই বাস সার্ভিস। এই রুটে দৈনিক ৩৫৯ কিলোমিটার পথ পাড়ি দেবে হাড্রোজেনচালিত বাস। এছাড়া এই বাস একবার চার্জে ৬৩৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং ৪৫ জন যাত্রী পরিবহনে সক্ষম।

সৌদি ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি (টিজিএ) বলছে, হাইড্রোজেনচালিত বাস চালুর উদ্দেশ্য টেকসই পরিবহন তৈরি করা।

উদ্বোধন অনুষ্ঠানে টিজিএ প্রধান রুমাইহ আল রুমাইহ বলেন, এই উদ্যোগ কার্বন নিঃসরণ হ্রাসে অবদান রাখবে।

টিজিএ সম্প্রতি বৈদ্যুতিক ও সেলফ-ড্রাইভিং বাস চালুসহ বেশ কয়েকটি পরিবহন উদ্যোগ নিয়েছে। সংস্থাটি কার রেন্টাল শিল্পেও বৈদ্যুতিক যানবাহন চালু করেছে। এছাড়া সৌদি আরবে পণ্য পরিবহনে প্রথম হাইড্রোজেন ট্রাক ও বৈদ্যুতিক ট্রাকও পরিচালনা করেছে।

এস/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে