ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
Sharenews24

হাসিনা পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যা বললেন জয়

২০২৪ ডিসেম্বর ২৫ ১১:৩৮:২৪
হাসিনা পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যা বললেন জয়

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা সংবাদ প্রকাশ হচ্ছে। এ প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুর্নীতির বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন।

পোস্টে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কখনো কোন সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর মাধ্যমে কোন অর্থ উপার্জন করিনি। আমি ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে আছেন।

তিনি আরও উল্লেখ করেন, স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ অর্থের কথা বলা হচ্ছে, তা আমাদের কাছে থাকা কোনো সম্পদের কাছে হেলেও যায় না।

তিনি লিখেছেন, ১০ বিলিয়ন ডলার মূল্যের প্রকল্প থেকে বিলিয়ন ডলার স্থানান্তর করা সম্ভব নয়। আমাদের লেনদেনে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনে চ্যালেঞ্জ রাখছি, তারা যেন এসব তথাকথিত লেনদেন প্রকাশ করে ও প্রমাণ দেয় যে আমরা এই অনিয়মগুলোর সঙ্গে জড়িত।

পোস্টের শেষে তিনি অভিযোগ করেন, অবৈধ ইউনূস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশের পরিচালনার ব্যর্থতা, আইনের শাসনের অভাব, অর্থনৈতিক সংকট, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র সংকট এবং রাজনৈতিক দমন-পীড়ন থেকে জনসাধারণের দৃষ্টিকে সরানোর চেষ্টা করছে।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে