ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

যুক্তরাষ্ট্রে এক বছরে ২ লাখ ৭০ হাজার অভিবাসী বহিষ্কার

২০২৪ ডিসেম্বর ২১ ০৮:৪৬:৩৫
যুক্তরাষ্ট্রে এক বছরে ২ লাখ ৭০ হাজার অভিবাসী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন, ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের চেয়ে বেশি অভিবাসী বহিষ্কার করেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক সরকারি পরিসংখ্যানে দেখা যায়, গত অর্থবছরে ২ লাখ ৭০ হাজার অভিবাসীকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার কিছু সপ্তাহ আগে এই সংখ্যার খবর সামনে আসে। প্রেসিডেন্ট বাইডেনের মেয়াদে এটি চূড়ান্ত বার্ষিক প্রতিবেদন এবং সংখ্যা হিসেবে গত দশকে এটি সর্বোচ্চ।

ট্রাম্প ইতোমধ্যেই অভিবাসীদের বিতাড়িত করার ব্যাপারে হুমকি প্রদানের পাশাপাশি জানিয়ে দেন, ক্ষমতা গ্রহণের পর তিনি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় অভিযানের সূচনা করবেন। নির্বাচনকালীন সময়ে এটি তার অন্যতম প্রধান প্রতিজ্ঞা ছিল এবং তিনি বারংবার অভিবাসন সমস্যাকে সামনে নিয়ে এসেছেন।

ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের চেয়ে অভিবাসীদের মধ্যে অপরাধের হার বেশি। তার এই ধারণাটি ভোটারদের মাঝে জনপ্রিয়তা পেয়েছিল। তবে তিনি এই অভিযান কীভাবে পরিচালিত হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃপক্ষের এক প্রতিবেদনে উঠে এসেছে যে, যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হওয়া ব্যক্তিদের অধিকাংশই অবৈধভাবে দেশটির দক্ষিণ সীমান্ত পাড়ি দিয়েছে। তাদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ বিভিন্ন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ১২ মাসে বিতাড়িত হওয়া মানুষের এই হিসাব প্রকাশ করা হয়েছে।

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে