ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

আফগানিস্তানে পাকিস্তানের হামলা

২০২৪ ডিসেম্বর ২৫ ১২:১৮:২৯
আফগানিস্তানে পাকিস্তানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে প্রাণ হারায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন। বার্তা সংস্থা এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে এসব বিমান হামলা চালায় পাকিস্তান।

কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে, যা চলমান মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে।

কাবুলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের এই বিমান হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের দাবি, বোমা হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু করা হয়েছে। অধিকাংশ হতাহতই ছিল পাকিস্তানের সংঘাতপ্রবণ ওয়াজিরিস্তান এলাকা থেকে আসা শরণার্থী।

সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার জানিয়ে এ হামলার প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যদিও পাকিস্তানি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে