ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে আসতে আরও ২ বছর সময় পেল সীমান্ত ব্যাংক

২০২৪ ডিসেম্বর ০৯ ০৭:২৮:০২
শেয়ারবাজারে আসতে আরও ২ বছর সময় পেল সীমান্ত ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও তাদের পরিবারের কল্যাণে প্রতিষ্ঠিত সীমান্ত ব্যাংককে শেয়ারবাজারে আসতে ২০২৬ সাল পর্যন্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে শেয়ারবাজারে আসতে পারেনি। এর আগে ব্যাংকটি তালিকাভুক্ত হতে ৪ দফায় সময় চেয়েছে। এবার ৫ দফায় সময় বাড়ানো হল।

রোববার (০৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ব্যাংকটিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে ২০২৬ সাল পর্যন্ত সময় দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে ২০১৫ সালের ১৭ জুন সীমান্ত ব্যাংককে সম্মতিপত্র দেয় বাংলাদেশ ব্যাংক। পরের বছর ২১ জুলাই ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের ‘শিডিউলড ব্যাংক’ হিসেবে নথিবদ্ধ হয় এবং ১ আগস্ট গেজেটভুক্ত হয়।

পরে বিজিবির ৪০০ কোটি টাকার প্রাথমিক মূলধন জোগান দেওয়াসহ অন্যান্য কাজ শেষে সীমান্ত ব্যাংকের এই আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৬ সালের ২ সেপ্টেম্বর।

বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী, ব্যাংকিং কার্যক্রম শুরুর তিন বছরের মধ্যে আইপিও মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার নিয়ম রয়েছে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় পাঁচ বছর সময় দেওয়া হয়।

তারপরও সীমান্ত ব্যাংক নির্ধারিত সময় শেয়ারবাজার আসতে পারেনি। এখন পঞ্চম দফায় সময় চেয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ব্যাংকের পর্ষদ বিষয়টি বিবেচনায় নিয়ে সময় বাড়িয়ে দিয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে