ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

২০২৪ নভেম্বর ১২ ২১:৪৭:২১
ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এ বি এম মোকাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি ও টাকা পাচারের অভিযোগ উঠেছে।

গত রোববার (১০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে তাঁর দুর্নীতির বিষয়ে একটি অভিযোগপত্র জমা পড়ে।

অভিযোগপত্রে বলা হয়, ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি এ বি এম মোকাম্মেল হক চৌধুরীর সঙ্গে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, এস আলম গ্রুপ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যবসা রয়েছে।

অভিযোগপত্রে বলা হয়,আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টাকা লুটপাট ও পাচার করেছেন। তিনি মেজর জেনারেল জিয়াউল আহসানেরও ঘনিষ্ঠ ছিলেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মোকাম্মেল হক নিজে রংধনু বিল্ডার্স, ক্যাপিটালল্যান্ড ও মিথিলা টেক্সটাইলের নামে ইউনিয়ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। পরে ইউনিয়ন ব্যাংক এই ঋণগুলো খেলাপি হিসেবে ঘোষণা করলেও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই খেলাপি ঋণের পরিমাণ প্রায় দুই হাজার কোটি টাকা।

অভিযোগে আরও বলা হয়, এ ছাড়া গুলশান-১–এর জব্বার টাওয়ারের পাশের প্লটটি ইউনিয়ন ব্যাংকের জন্য কিনতে ব্যাংকটি থেকে আজাদ অটোমোবাইলসের নামে ১৪০ কোটি টাকার ঋণ তোলা হয়। সেখান থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়েছিলেন মোকাম্মেল হক।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে