ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

বিপিএলের সূচি প্রকাশ: কবে, কোথায়, কোন দলের খেলা

২০২৪ নভেম্বর ১২ ২১:০৮:৪৬

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের পর্দা উঠছে আগামী ৩০ ডিসেম্বর থেকে।

সাত দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি।

প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। একই দিনে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।

দিনের ম্যাচ শুরু হবে ১টা ৩০ মিনিটে। আর রাতের ম্যাচ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

তবে শুক্রবারের দিনের ম্যাচ শুরু হবে ২টায়। আর রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।

সাত দলের বিপিএল হবে তিন ভেন্যুতে। শুরুটা ঢাকায় হয়ে সিলেটে যাবে দলগুলো।

সিলেট পর্ব শেষে চট্টগ্রাম পর্ব শুরু। আর শেষটা ঢাকাতেই হবে। গ্রুপ পর্বের প্রথম ৮ ম্যাচ হবে মিরপুরে। সিলেটে হবে ১২ ম্যাচ। সমান ম্যাচ হবে চট্টগ্রামে।

ফাইনালসহ বাকি সব ম্যাচ হবে ঢাকায়। ৭ ফেব্রুয়ারি বিপিএলের পর্দা নামবে

সালাউদ্দিন/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে