ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

৭ কোটি ১৮ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন

২০২৪ নভেম্বর ১২ ১৫:১২:৪০
৭ কোটি ১৮ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মা ও স্কয়ার টেক্সটাইলের চার পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের মাঝে তার মৃত মা আনিতা চৌধুরীর ৭ কোটি ১৮ লাখ ৯৫৩ হাজার ৮৯৭টি শেয়ার হস্তান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মৃত অনিতা চৌধুরীর নামে থাকা শেয়ার তার উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালত কর্তৃক ইস্যুকৃত উত্তরাধিকার সনদ অনুযায়ী তাঁর ছেলে-মেয়েদের মধ্যে এ শেয়ার হস্তান্তর করা হয়েছে।

দুই কোম্পানির ৭ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৮৯৭টি শেয়ারের মধ্যে তার ছেলে স্কয়ার ফার্মার ও স্কয়ার টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী ১ কোটি ৭৯ লাখ ৭৩ হাজার ৯৭৩টি শেয়ার, উভয় কোম্পানির ভাইস চেয়ারম্যান রত্না পাত্র ১ কোটি ৭৯ লাখ ৭৩ হাজার ৯৭৮টি শেয়ার, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ও স্কয়ার টেক্সটাইলের চেয়ারম্যান তপন চৌধুরী ১ কোটি ৭৯ লাখ ৭৩ হাজার ৯৭৩টি শেয়ার এবং উভয় কোম্পানির পরিচালক অঞ্জন চৌধুরী ১ কোটি ৭৯ লাখ ৭৩ হাজার ৯৭৩টি করে শেয়ার পেয়েছেন।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে