ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

বাজার উত্থানে এক তৃতীয়াংশ ভূমিকা ৭ কোম্পানির

২০২৪ নভেম্বর ১১ ১৬:৫৩:১৯
বাজার উত্থানে এক তৃতীয়াংশ ভূমিকা ৭ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : তিন কর্মদিবস পতনের পর সোমবার (১১ নভেম্বর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে পরিমাণ সূচক বেড়েছে এর মধ্যে ৭টি কোম্পানির মাধ্যমেই বেড়েছে ৬৭ শতাংশ।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৭ পয়েন্ট বেড়েছে। এর মধ্যে সাত কোম্পানির মাধ্যমে বেড়েছে ৪৫ পয়েন্ট বা মোট সূচকের ৬৭ শতাংশ।

কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, গ্রামীণফোন, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্কয়ার ফার্মা এবং খান ব্রাদার্স।

ইসলামী ব্যাংক

আগের দিন ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৬ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৬০ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৩ টাকা ৯০ পয়সা বা ৬.৯১ শতাংশ বেড়েছে। শেয়ার দর বাড়ার কারণে কোম্পানিটির সূচক বেড়েছে ২৫.৭৪ পয়েন্ট। যা মোট সূচকের ৩৮ শতাংশ। অর্থাৎ আজ বাজারের বড় উত্থানে এক তৃতীয়াংশ ভূমিকা ইসলামী ব্যাংকের।

বিকন ফার্মা

আগের দিন বিকন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৬ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৩৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৮ টাকা ২০ পয়সা বা ৬.৪৯ শতাংশ বেড়েছে। শেয়ার দর বাড়ার কারণে কোম্পানিটির সূচক বেড়েছে ৪.৬৮ পয়েন্ট। শেয়ারবাজারে বড় উত্থানে কোম্পানিটি দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

গ্রামীণফোন

আগের দিন গ্রামীণফোনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১৮ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৩২৫ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৭ টাকা ৩০ পয়সা বা ২.২৯ শতাংশ বেড়েছে। শেয়ার দর বাড়ার কারণে কোম্পানিটির সূচক বেড়েছে ৪.০৫ পয়েন্ট। শেয়ারবাজারে বড় উত্থানে কোম্পানিটি তৃতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

শেয়ারবাজারে বড় উত্থানে অন্য যেসব কোম্পানির ভূমিকা রয়েছে সেগুলোর মধ্যে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৩.৩৬ পয়েন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩.০৯ পয়েন্ট, স্কয়ার ফার্মার ২.১১ পয়েন্ট এবং খান ব্রাদার্সের সূচক ২.০৩ পয়েন্ট বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে উত্থানে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোর শেয়ার দর বাড়লে বাজার তার স্বাভাবিক গতি ফিরে পায়। আজকেও বেশিরভাগ মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর শেয়ার দর বেড়েছে। যার ফলে আজ শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে