ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

২০২৪ নভেম্বর ১১ ১৫:৩৮:৫২
ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১১৭ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- ইউনাইটেড ইন্সুরেন্স, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড ফাইন্যান্স, বিচ হ্যাচারি এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১১০ কোটি ৪৭ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ৮৪ কোটি ১০ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বেক্সিমকো ফার্মার ১৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৬ লাখ ২৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ১ কোটি ৯৯ লাখ ২৪ হাজার টাকা এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তারিক/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে