ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

দারুণ জয় পেল রিয়াল সোসিয়েদাদ

২০২৪ নভেম্বর ১১ ১০:৫৮:১৫
দারুণ জয় পেল রিয়াল সোসিয়েদাদ

ক্রীড়া ডেস্ক : মৌসুমে একের পর এক ম্যাচে দাপুটে পারফরম্যান্স উপহার দিলেও দারুণ ফুটবল খেলে বার্সেলোনার বিরুদ্ধে ১-০ গোলের জয় তুলে নিলো রিয়াল সোসিয়েদাদ।

রোববার (১০ নভেম্বর) লা লিগার ম্যাচটিতে সোসিয়েদাদের হয়ে জয়সূচক গোলটি করেন শেরালদো বেকার। প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এই ম্যাচে ছিলেন না লামিনে ইয়ামাল। তার অভাব ভালোভাবেই অনুভব করে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে বার্সেলোনা প্রথম ভালো সুযোগ পায় ম্যাচের ত্রয়োদশ মিনিটে। তবে জাল খুঁজে নিতে পারেননি ফ্রেংকি ডি ইয়ং। এরপর লেভানডোভস্কি জাল খুঁজে নিলেও অফসাইডের বাঁশি বাজান রেফারি।

আক্রমণ-প্রতি আক্রমণের ধারায় ম্যাচের ৩৩তম মিনিটে এগিয়ে যায় সোসিয়েদাদ। সতীর্থের হেড পাসে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকি দেন বেকার। এই এক গোল নিয়েই বিরতিতে যায় সোসিয়েদাদ।

খেলার ধার বাড়াতে দ্বিতীয়ার্ধে বদলি নামেন দানি ওলমো। ৫০তম মিনিটে পেদ্রির ক্রসে দূরের পোস্টে কুবার্সির হেড সামান্য বাইরে দিয়ে যায়। পরের মিনিটে ওইয়ারসাবালের শটে বল এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে ব্যবধান বাড়তে দেননি ইনাকি পেনা।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে