ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
Sharenews24

গুলিস্তানে খোঁজ মিলেনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের

২০২৪ নভেম্বর ১০ ১৯:১৭:২৪
গুলিস্তানে খোঁজ মিলেনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তার নির্দেশে আওয়ামী লীগ ঘোষণা করেছিল শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে আজ রোববার (১০ নভেম্বর) বিক্ষোভ মিছিল করবে।

এদিন বিকেল ৩টায় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে এই বিক্ষোভ মিছিল করার কথা ছিল দলটির। কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্ত দলটির এমন কোনো কার্যক্রম দেখা যায়নি। এমনকি দলটির নেতা-কর্মীদেরও দেখা মিলেনি।

বরং আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্র-জনতা আর বিএনপির নেতা-কর্মীদের দখলে ছিল রাজধানীর জিপিও ও গুলিস্তান এলাকা।

আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রতিহত করতে সকাল থেকেই রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অপরদিকে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান নিয়েছে বিএনপি-যুবদল-মহিলা দলসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এদিন সরেজমিনে গুলিস্তানের জিরো পয়েন্ট মোড়ে দেখা যায়, পুলিশ, র‍্যাব, মহানগর গোয়েন্দা পুলিশদের (ডিবি) অবস্থান করতে দেখা যায়।

গুলিস্তানে নূর হোসেন চত্বরের পাশে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত গণজমায়েতের কর্মসূচি পালন করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ বিরোধী স্লোগান ও বক্তব্যে মুখরিত করে রেখেছে গোটা এলাকা। একই সাথে তারা স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবি জোরেসোরে তুলেছে।

অন্যদিকে, বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ আওয়ামী বিরোধী বিভিন্ন দলের নেতা-কর্মীদের সমাবেশ চলেছে। সেখানে খুনী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় দলটির নেতাদের।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে